ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় সড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে সড়ক ও জন পথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকের নেতৃত্বে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। ভ্রাম্যমাণ অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চন্দ্রা ত্রিমোড় এলাকায় সড়কের পাশে থাকা শতাধিক অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ভাইকিং সিএনজি স্টেশন ও টাওয়েল টেক্স লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ভাইকিংস সিএনজি স্টেশন সমস্ত মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার প্রতিশ্রæতি দিলে ১৫ দিনের সময় বেঁধে দেন ভ্রাম্যমাণ আদালত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস