গাজীপুরের কালিয়াকৈরে ছয় অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সিঙ্গাপুর বাজার, সালদুপাড়া ও মজিদচালা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই তিন গ্রাম থেকে ছয় অবৈধ করাতকল উচ্ছেদ করেন। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) মো. ইসতিয়াক আহমেদ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায় দেড় শতাধিক অবৈধ করাতকল রয়েছে। বনের ১০ কিলোমিটারের মধ্যে নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয় বন অফিস ম্যানেজ করে গড়ে উঠেছে অবৈধ এসব করাতকল। স্থানীয় বনখেকোরা বনের গাছসহ বিভিন্ন অবৈধ কাঠ নিয়ে এসব করাতকলে চেরাই করে আসছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে গতকাল কাচিঘাটা রেঞ্জের আওয়াতাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইসতিয়াক আহমেদ বলেন, ‘অবৈধ করাতকল উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।’
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস