গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ ও জালশুকা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, বরিয়াবহ এলাকায় সরকারী কালভার্টের ক্ষতি করে মাটি কাটার জন্য ৫০ হাজার টাকা এবং জালশুকা এলাকায় নদীতে কৃত্রিম বাধ দেওয়ায় নৌকা চলাচলে সমস্যা ও সাধারণ জনগণের দুর্ভোগ সৃষ্টি করায় সিয়াম এন্টারপ্রাইজকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এবং দুইদিনের মধ্যে নিজ খরচে নদীর বাধ অপসারণ না করিলে রেগুলার আইনে মামলা করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস