গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভূমি সেবা উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি র্যালি বের হয় এবং র্যালি শেষে উপজেলা ভূমি অফিসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস।
বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাওার, উপজেলা আনসার ভিডিপি অফিসার সাজেদুর রহমান, উপজেলা ভূমি অফিসের কানুনগো আব্দুল আলীম, ফতেহপুর ইউনিয়ন ভূমি অফিসার তাহমিনা ইয়াসমিন, অবসরপ্রাপ্ত ভূমি কর্মচারী মির্জা শাহিনুর রহমান, সাধারণ নাগরিক মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসার ও অন্যান্য কর্মকর্তারা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস